প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৮:২৩ PM
হাবিবকে বরাবরই প্রকাশ্যে গুরু জ্ঞান করে আসছেন ইমরান। মানেন এখনও। অবশ্য দুজনেই সুর-সংগীত-কণ্ঠের কারিগর হওয়ায় গানের মেলবন্ধন খুব একটা ঘটেনি তাদের। দুজনার দীর্ঘ ও সফল সংগীত পথচলায় হাবিবের সুরে একটি গান ও পাঁচটি জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছেন ইমরান।
বিপরীতে এতদিন গুরু হাবিবের প্রতি দায়গ্রস্তই ছিলেন ইমরান। ঋণ শোধের পালা এলো বলে। এবারই প্রথম শিষ্য ইমরান মাহমুদুলের সুর-সংগীতে গাইলেন গুরু হাবিব ওয়াহিদ। গানটির শিরোনাম ‘বোকামন’। লিখেছেন ভারতের রজত ঘোষ।
ইমরান জানান, এরইমধ্যে গানের রেকর্ডিং শেষ। সৈকত রেজার নির্মাণে দুজনের ভিডিও শুটিংও শেষ। বাকি রয়েছে মডেল পার্ট। লক্ষ্য, নতুন বছরের শুরুতে রঙ্গন মিউজিকের ব্যানারে শ্রোতাদের বিশেষ উপহার হিসেবে গানচিত্রটি প্রকাশ করা।
ইমরান ফিচারিং হাবিব ‘বোকামন’ প্রজেক্ট প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ও যখন আমাকে এই প্রস্তাবটি দিলো, আমি পজিটিভলি দেখলাম। ওর কম্পোজিশনটা শুনতে চাইলাম। শুনে মনে হলো আমার কণ্ঠের সঙ্গে এটি ভালোই যাবে এবং গানটি বেশ মিষ্টি মনে হলো। গাইলাম। ইমরানের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস শ্রোতারা ভালো কিছু পাবেন।
অন্যদিকে ইমরানেরও প্রায় একই বক্তব্য। তার ভাষায়, ‘হাবিব ভাই আমার কম্পোজিশনে গাইবেন, এটা তো আমার কাছে স্বপ্নের মতোই। অডিও আর ভিডিও মিলিয়ে আশা করছি শ্রোতারা ভালো কিছু পাবেন।’
আজকালের খবর/আতে