প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৫:১৪ PM
ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা যেসব আসনে নেই ওইসব আসনে নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য ইসলামী গণতান্ত্রিক পার্টির
সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্টিটির মহাসচিব অ্যাডভোকেট নূরুল ইসলাম খান।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি প্রদান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দেশব্যাপী ব্যাপকভাবে মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র স্থাপন, সরকারিভাবে সকল উপজেলায় দারুল আরকান মাদ্রাসা স্থাপন, সকল উপজেলায় সরকারিভাবে মডেল মসজিদ প্রকল্প ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ ইসলাম ধর্ম প্রচার এবং প্রসারে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। অতীতে কোনো সরকারের আমলেই এমনটি করা হয়নি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য ইসলামী গণতান্ত্রিক পার্টির নেতা কর্মীগণ কাজ করবেন।
দলের অতিরিক্ত মহাসচিব মো. ওমর ফারুকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ. বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান , জগদীশ কর্মকার, মাওলানা আনিসুর রহমান শেখ, মামুন পারভেজ, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, মাওলানা হুমায়ূন কবির প্রমুখ।
আজকালের খবর/আরইউ