প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৫:৫৯ PM
কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনে ঢোকার আগে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ অন্তত তিনটি বগি লাইনচুত্য হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে ৪টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
এতে ঢাকা থেকে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকা যাবার পথে গচিহাটা স্টেশনের আগে রেললাইনের পয়েন্টে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে বলে জানা গেছে।
আজকালের খবর/ওআর