শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
শিল্পী মানিক রহমানের গানে মুগ্ধ সবাই
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৪:২৮ PM
গত শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যার সামান্য আগে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। বন্ধু ’৮৫ গ্রুপের অনেক অনেক মুখ উপস্থিত। সঙ্গে ঢাকা মেট্রো বয়েজের একঝাঁক উদ্যমী আয়োজক। উপলক্ষ্য শিল্পী মানিক রহমান আর আলী সুমনের সঙ্গীত সন্ধ্যা।

দর্শক সারিতে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, একুশে পদকে সম্মানিত সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান, মুক্তিযোদ্ধা-কণ্ঠশিল্পী রফিকুল আলম, শিল্পী আবিদা সুলতানা, শিল্পী করিম হাসান খান, সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবুসহ আরও অনেকে। এরই মাঝে সঞ্চালক ঘোষণা করলেন প্রথমেই গাইবেন শিল্পী মানিক রহমান।

গত শতাব্দীর আলোচিত সব গান দিয়ে সাজানো হয়েছিল মানিক রহমানের পর্বটি। প্রথম গান সুবীর নন্দীর ‘হাজার মনের কাছে ... পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।’ এরপর একে একে খান আতাউর রহমান, আবদুল জব্বার, এন্ড্রু কিশোর, শেখ ইশতিয়াক, সৈয়দ শামসুল হক, নিয়াজ মুহম্মদ চৌধুরী প্রমুখের গান দিয়ে উপস্থিত শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন তিনি।

অসাধারণ নির্বাচন, অসাধারণ পরিবেশনা। কিবোর্ড, তবলা, গিটার, বাঁশী, অক্টোপ্যাড প্লেয়ারদের অনুপম সহযোগিতায় সঙ্গীতানুষ্ঠানটি দারুণ উপভোগ্য হয়েছে।

আজকালের খবর/আরইউ