প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৭ এএম

রাজধানীতে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, যারা নাশকতাকারী বলে দাবি করছে এলিট ফোর্সটি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১০ এর মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় জানানো হয়েছে, রাতে কদমতলী এলাকা থেকে বিপুল ককটেল, পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নাশকতাকারী বলে দাবি করা হয়েছে।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে এলিট ফোর্সটির পক্ষ থেকে পাঠানো ক্ষুদেবার্তায় জানানো হয়েছে।
আজকালের খবর/এসএইচ