প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১:০৭ এএম

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ফ্ল্যাটের তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালপত্র চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে এলিফ্যান্ট রোডের ২৯০ নম্বর ভবন ‘আলো ছায়া’র দোতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী গৃহকর্তা নুরুজ্জামান পলাশ বলেন, আমার স্ত্রী ও দুই সন্তান ছুটি কাটাতে গ্রামের বাড়ি রাজশাহী গেছে। সোমবার বিকাল চারটার দিকে মাকে ডাক্তার দেখানোর জন্য বাসায় তালা ঝুলিয়ে চলে যাই।
পলাশ জানান, তিনি রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে দেখেন ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। বাসায় ঢুকে দেখেন, দুটি আলমারির তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এছাড়া ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নিয়ে গেছে তিন লাখ টাকা।
তিনি আরো জানান, খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল থেকে চুরির বেশ কিছু আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।
আজকালের খবর/এসএইচ