শুক্রবার (২৬ এপ্রিল) প্রকাশনা সংস্থা প্লাটফর্মের আয়োজনে কুমারশীল মোড়ের আমিন কমপ্লেক্সে অবস্থিত রঙধনু স্টুডিওতে এই কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম সচিব শাহ মোহাম্মদ সানাউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছোটকাগজ ‘প্লাটফর্ম’ সম্পাদক হেলাল উদ্দিন হৃদয়।
কবিকণ্ঠে কবিতাপাঠ করেন সফিকুল ইসলাম, তাপস চক্রবর্তী, মোহন্ত কাবেরী, অর্ধেন্দু শর্মা, আমির হোসেন, রুদ্র মোহাম্মদ ইদ্রিস, শাদমান শাহিদ, শৌমিক ছাত্তার, মাজহার সরকার, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, মঈন ফারুক ও শিরীন আখতার।
তীব্র দাবদাহ উপেক্ষা করে বিপুল সংখ্যক শ্রোতা টানা দুই ঘণ্টা মন্ত্রমুগ্ধ হয়ে কবিতাপাঠ উপভোগ করেন। উপস্থিত বিশিষ্টজনদের অনেকেই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।