মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
আমিরাতে বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ কনস্যুলেট দুবাই
মাহিম উদ্দীন মুন্না, ইউএই
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪:১২ PM
সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। 

গতকাল সোমবার ১৬ ডিসেম্বর বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এরপর শহিদদের স্মরণে এবং বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। সন্ধায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। 

এ সময় বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করে শোনান কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ।

এ সময় দুবাই উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি স্বাধীনতার সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান। এ সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তবর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ওপর আলোকপাত করে কনসাল জেনারেল একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমিরাতে বসবাসরত প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি সরকারী ও কনস্যুলার সেবা সহজীকরণের জন্য কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন।

এরপর বিজয় দিবস উপলক্ষ্যে কনস্যুলেটে আয়োজিত একটি সাংস্কৃতিক পরিবেশনায় কনস্যুলেট পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থীগণ সমবেত সঙ্গীত, দেশাত্ববোধক গান, কবিতা ও নৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ ও গর্ণমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, বাংলাদেশ কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ বিপুল সংখ্যক দর্শক বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আজকালের খবরে সংবাদ: ইউএনও’র ঈদ উপহার পেলেন আবদুল্লাহ
মুরাদনগরে ২ মামলায় বিএনপির সভাপতিসহ ১৬০ জন আসামি
কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না: মির্জা ফখরুল
ওয়াসিম হত্যা: ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান
বগুড়ার সারিয়াকান্দীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
মানবতার সেবায় এগিয়ে আসতে হবে: বিএনপি নেতা এলিস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft