প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৮ এএম

রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরাদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। এই বিমান হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে মস্কো।
রবিবার (৩১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বেলগোরাদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলনে, ইউক্রেন সীমান্তের প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে বেলগোরোদে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সরাসরি আবাসিক অঞ্চলে হামলা করেছে।
ইউক্রেনের বিমান হামলা থেকে বাচার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে হবে।
সংবাদপত্র কমার্স্যান্ট রাশিয়ান তদন্ত কমিটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলেছে যে ইউক্রেনের খারকিভ অঞ্চল থেকে একাধিক রকেট লঞ্চার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কেন্দ্রীয় ক্যাথেড্রাল স্কোয়ার, একটি শপিং সেন্টার এবং আবাসিক ভবনগুলিতে আঘাত হানে।
প্রতিক্রিয়া হিসাবে বেলগোরাদে সামরিক লক্ষ্যবস্তুতে গুলি চালায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনকে এর শাস্তি ভোগ করতে হবে। তারা জানায়, রুশ বিমান বিধ্বংসী ইউনিট শুক্রবার বেলগোরোড অঞ্চলে ইতোমধ্যে ইউক্রেনের ১৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া ৩২টি ড্রোনও ধ্বংস করেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার ইউক্রেনে রাশিয়ার চালানো বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা করেছে ইউক্রেনী বাহিনী। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৬৭৫ দিনের মধ্যে এটিই সবচেয়ে বড় আক্রমণ ছিল। এই হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।
আজকালের খবর/এসএইচ