প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:২৮ পিএম

মহারাষ্ট্রে গ্লাভস প্রস্তুতকারক কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রবিবার (৩১ ডিসেম্বর) ভোরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এই আগুনের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
জানা গেছে, আগুন লাগার সময় ভবনের ভেতরে ১০-১৫ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। কেউ কেউ নিরাপদে বের হতে হতে পারলেও ছয় জন শ্রমিক আর বের হওয়ার সুযোগ পাননি। এ ঘটনা কয়েক জন দগ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ডাউজিং অপারেশন চলছে। তবে আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
এনডিটিভি বলছে, ফায়ার বিভাগের আধিকারিকদের মতে, ওয়ালুজ এমআইডিসি এলাকার কারখানায় রাত ২টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এক্সে (পূর্বের টুইটার) এ ঘটনার এক ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। সেখানে ভয়াবহ আগুনের দৃশ্য দেখা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহন মুঙ্গসে দেশটির বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘রাত ২টা ১৫ মিনিটে আমরা একটি ফোনে খবর পাই। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি পুরো কারখানায় আগুন লেগেছে। স্থানীয়রা আমাদের জানায়, ছয়জন লোক ভেতরে আটকা পড়েছে। আমাদের কর্মকর্তারা সেখানে প্রবেশ করে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে।
আজকালের খবর/এসএইচ