প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৬:০৫ PM আপডেট: ০৭.০৬.২০২৪ ৭:১৩ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর নাঈমুল ইসলাম খান। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব প্রয়াত সাংবাদিক ইহসানুল করিমের স্থলাভিষিক্ত হলেন।
গত ১০ মার্চ ইহসানুল করিমের মৃত্যুর পর থেকে পদটি শূন্য ছিল। অন্যদিকে গত ২৯ মে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের নিয়োগও বাতিল হয়। প্রখ্যাত ও স্বনামধন্য সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান বাংলাদেশ সম্পাদক ফোরামের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও অন্যতম উদ্যোক্তা। সম্পাদক ফোরামের সম্মানীয় উপদেষ্টা নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সাংবাদিক নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। নাঈমুল ইসলাম খান কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতা পেশার পাশাপাশি ২০০৭ সালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ বিভাগে তিনি কিছুদিন শিক্ষকতাও করেন। তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী নাসিমা খান মন্টি দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। টেলিভিশন টকশোতে নাঈমুল ইসলাম খান দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে ব্যাপক আলোচিত।
আজকালের খবর/আতে