শনিবার ২৭ জুলাই ২০২৪
বইমেলায় ইসরাত জাহান নিরুর ‘৩০ পয়সার ৩ লক্ষ স্মৃতি’
ঢাবি প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৯ PM
অমর একুশে বইমেলায় ’আগামী প্রকাশনী’ প্যাভিলিয়নে প্রকাশিত হলো কবি ও লেখক ইসরাত জাহান নিরুর গল্পগ্রন্থ– ‘৩০ পয়সার ৩ লক্ষ স্মৃতি’। আজ শুক্রবার বিকেলে বইয়ের মোড়ক উন্মোচন হয়।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও কথাসাহিত্যিক, নাট্যকার, বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলন এবং আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি। এ ছাড়া অনুষ্ঠানে লেখকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বইটির ভূমিকায় লেখক উল্লেখ করেছেন, ‘গল্প লেখা আমার কাজ নয়। গল্প লেখা অনেক কঠিন, এটা আমার কর্ম নয়। পড়তে যতটা পছন্দ করি। আমি ভালোবাসি কবিতা লিখতে। আমার স্বভাব কবিতা লেখা, গদ্যে এবং পদ্যে। শুভাকাঙ্ক্ষীরা বারবার অনুরোধ করে আমি যেন গল্প লিখি, তাদের কথা আমি এড়িয়ে গিয়েছি বরাবরই। শেষ পর্যন্ত কথা রাখতেই হলো। তাই ক্ষণিক চেষ্টা করেছি মাত্র। কিন্তু গল্প নয়, আমি যা লিখেছি তা পারিপার্শ্বিকতা নিয়ে এবং স্বগতোক্তি! গল্প হলেও হতে পারে, শৈশবের কৈশোরের যৌবনের এটা জীবনেরই টুকরো কথা। তাই নাম দিলাম ৩০ পয়সার ৩ লক্ষ স্মৃতি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘মানবতা এবং ধর্মদর্শন, এক স্বপ্নময় দিন, আমি যুদ্ধ দেখিনি, নন্দিত অবসর, বন্ধনে বন্দিত্ব, আমি সুদূরেরও পিয়াসী, অজানা পাণ্ডুলিপি, অনুভূতি জেগে থাক, দুর্ভিক্ষের সময়, মুগ্ধতার অবসাদ ও সুখ-দুঃখ, তুমি কার ছবি? ইত্যাদি অধ্যায়ের রচিত বইটি।’

‘আগামী প্রকাশনী’ থেকে প্রকাশিত বইটি বইমেলার ২৩ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৭৯ পৃষ্ঠায় প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা
রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী বুলগাকভ গ্রেপ্তার
এবার ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী
অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
নরসিংদী কারাগারের লুট হওয়া ৪৫ অস্ত্র উদ্ধার, আরেক জঙ্গি গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft