শনিবার ২৭ জুলাই ২০২৪
আমিরাতে বেকারত্ব বীমা নিবন্ধনের সময় বেড়েছে
মাহিম উদ্দীন মুন্না, ইউএই
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৭:৩০ PM আপডেট: ১৯.০৬.২০২৩ ৭:৩৭ PM
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে কর্মরত কর্মীদের জন্য বাধ্যতামূলক ‘বেকারত্ব বীমা’ নিবন্ধন করার সময়সীমা বাড়ানো হয়েছে। 

আগামী ৩০ জুনের পরিবর্তে আরো তিনমাস বাড়িয়ে শেষ সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১ অক্টোবর। এই সময়ের মধ্যে ‘বেকারত্ব বীমা’ গ্রহণ না করলে ৪০০ দিরহাম জরিমানা গুণতে হবে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা।

দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় সূত্রে স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস জানায়, এই বীমার নিবন্ধনকারীরা কোনো কারণে চাকরি হারালে তাকে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের মূল বেতনের ৬০ শতাংশ সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে। 

এজন্য কর্মীদের চাকরি হারানোর ৩০ দিনের মধ্যে বিষয়টি বীমা কর্তৃপক্ষের নজরে আনতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণের জন্য আবেদন করতে হবে। তবে কোনো কর্মী যদি এরমধ্যে অন্য কোনো প্রতিষ্ঠানে যোগদান করেন বা দেশে ফিরে যান তবে তিনি এই ক্ষতিপূরণ পাবেন না। ইতোমধ্যে দেশটির ৪৬ লাখ কর্মী এই স্কিমের আওতায় এসেছেন। বিনিয়োগকারী, গৃহকর্মী, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, ১৮ বছরের নিচের অভিবাসী, অবসর গ্রহণকারী বা নতুন কাজে প্রবেশ করা কর্মীরা এই বীমার বাইরে থাকবেন।  

এদিকে ইতোমধ্যে অনেক বাংলাদেশি প্রবাসীরা এ বেকারত্ব বীমা সম্পর্কে অবগত নন। বেকারত্ব বীমার সময়সীমা বাড়ায় আনন্দিত জ্ঞাত বাংলাদেশি প্রবাসীরা।

আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন বলেন, ‘আমিরাতের বেকারত্ব বীমার বিষয়টি সকল প্রবাসীদের জানা ও বীমার নিবন্ধন করা অত্যন্ত জরুরি বলে মনে করি, অন্যথায় জরিমানা গুণতে হবে। 

বাংলাদেশ কনসুলেটের রাষ্ট্রদূত মো. আবু জাফর ইতোমধ্যে বীমার বিষয়ে এখানকার কমিউনিটি নেতাদের ও প্রবাসীদের দফায় দফায় অবহিত করেছেন এ বেকারত্ব বীমা নিবন্ধন করার জন্য। 

বেকারত্ব বীমা নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় প্রবাসীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করারও আহ্বান জানান এই কর্মকর্তা।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
নতুন বছরে সুদহার বাড়ছে
শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
ইতিহাসের মহানায়ক: একটি অনন্য প্রকাশনা
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এক দিনে সারাদেশে ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft