কানাডার রাজধানী অটোয়ায় জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছে বিএনপি কানাডা শাখার নেতাকর্মীরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে স্থানীয় সময় সোমবার (১১ ডিসেম্বর) বিএনপিসহ সমমনা দলগুলোর প্রতি পুলিশের নির্মমতা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে কানাডার কুইবেক অঙ্গরাজ্যের জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা এই প্রতিবাদী মানব বন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র রক্ষার দাবি করেন এবং মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানান। এছাড়া নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান তারা। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবি জানান তারা।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিএনপি কানাডা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বিএনপির বিভিন্ন প্রাদেশিক শাখার দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। জাতিসংঘসহ সারাবিশ্ব যখন বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বলে যাচ্ছে সেখানে শেখ হাসিনা বলপ্রয়োগ করে ক্ষমতা ধরে রেখেছে। আবারও একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করে টিকে থাকতে চায়। বাংলাদেশের জনগণ তা কখনও হতে দিবে না। তাই এখনও সময় আছে শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত করে সরে যেতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
ফয়সল আহমেদ চৌধুরী বলেন, পুরে বাংলাদেশ এখন গুমের দেশ হয়ে গেছে। শেখ হাসিনা তার লালিত বাহিনী দিয়ে একের পর এক বিএনপি নেতাকর্মীদের গুম-খুন, মিথ্যা মামলায় গ্রেপ্তার করে যাচ্ছে। আদালতে একতরফাভাবে বিএনপির নেতাকর্মীদের সাজা দিয়ে যাচ্ছে- এটা সম্পুর্ণ অবৈধ। এসব ফরমায়েশি রায় আমরা মানি না।
এসময়, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের ফেরত দেওয়ার দাবি জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে মোবাইল ফোনে কানাডা পার্লামেন্ট মেম্বার ও বাংলাদেশ ককাসের চেয়ারম্যান ব্র্যাড রেডকপ বাংলাদেশে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করে অবাধ সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন- কুইবেক প্রাদেশিক শাখা বিএনপির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কানাডা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আবদুর রাজ্জাক রাজু, সাবেক সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার, কুইবেক বিএনপিরসহ সভাপতি নওশাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ, মন্ট্রিয়ল বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রানা, অটোয়া বিএনপি নেতা রফিক ভূঁইয়া, মোবাশ্বের আলী, আবু হারুন, অন্টারিও প্রদেশের বিএনপির সমন্বয়কারী জাকারিয়া চৌধুরী, কানাডা বিএনপি নেতা সিরাজুল ইসলাম মিজি, যুবনেতা আব্দুল আজিজ, আবদুর রহিম আল ঈদ্রিস প্রমুখ।
আজকালের খবর/বিএস