প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৩:৪৪ PM আপডেট: ০৯.০৬.২০২৩ ৬:২৭ PM

বাংলাদেশি ড্রাই ফ্রুটসের দোকানের সুনাম ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব-আমিরাতে। প্রবাসীদের চাহিদা মিটিয়ে এসব প্রতিষ্ঠান ভিন্ন দেশীয় মানুষের মাঝে বেশ পরিচিতি লাভ করছে। মুখরোচক খাবার চকলেট থেকে শুরু করে এসব দোকানে পাওয়া যাচ্ছে কাঠ বাদাম, কাজু বাদাম, পাস্তা বাদাম, আখরোট, হ্যাজালনাট, কিসমিসসহ নানা ধরনের পণ্য।
সংযুক্ত আরব আমিরাতের ৭টি প্রদেশ- আবুধাবি, আজমান, ফুজাইরাহ, শারজাহ, দুবাই, রাস আল-খাইমাহ এবং উম্মুল-কাইওয়াইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছড়িয়ে পড়েছে এসব দোকান। এসব প্রদেশগুলোর মধ্যে বাঙালি ড্রাই ফ্রুটসের দোকান আছে বেশিরভাগ শারজাহ রুলাতে। বর্তমানে এ ব্যবসা বাঙালিদের মাঝে আশার আলো দেখাচ্ছে। মাসে প্রায় ৬০ হাজার দেরহাম, যা বাংলাদেশি টাকায় ১৮ লাখ টাকার বিকিকিনি করে থাকে এ দোকানগুলো।
শারজাহ রুলা বাজারের হাবাদ জাফারান নাটস অ্যান্ড সুইটসের কর্ণধার মোহাম্মদ আমান উল্লাহ বাবর দৈনিক আজকালের খবরকে বলেন- এক সময় বাংলাদেশিদের মূল্য দেওয়া হতো সাধারণ শ্রমিক হিসাবে। কিন্তু সেই শ্রমিক ক্যাটাগরি ছাড়িয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন বাঙালিরা, যা সত্যি আনন্দের। এই ড্রাই ফ্রুটসের ব্যবসা যেন বাঙালিরা সুনামের সঙ্গে করে যেতে পারেন সেই প্রত্যাশা রইলো।
বাঙালি ড্রাই-ফ্রুটসের ব্যবসায় শুধু যে মালিকপক্ষ আনন্দিত তা নয়, এই ব্যবসার মাধ্যমে সৃষ্টি হচ্ছে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান। যার মাধ্যমে একদিকে যেমন নিজে সাবলম্বী হচ্ছে, অন্যদিকে দেশ পাচ্ছে একটি বড় অংকের রেমিট্যান্স।
আজকালের খবর/ওআর