সোমবার ৫ জুন ২০২৩
জার্মানিতে ঈদুল ফিতর উদযাপন
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৯:১৩ PM
সৌদিআরব, তুরস্কসহ বিশ্বের নানা দেশের সঙ্গে মিল রেখে জার্মানিতে স্থানীয় সময় শুক্রবার (২১ এপ্রিল) উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এ উপলক্ষে দেশটির রাজধানী বার্লিনসহ অন্যান্য প্রদেশের শহরের মসজিদগুলোতে ঈদের তিনটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

তবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের নয়াকোলনের কলিম্বিয়া ডাম ও প্রবাসীদের বায়তুল মোকাররম মসজিদে। সেখানে ঈদের জামাতে ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন সিরাজী। এদিন সবগুলো ঈদ জামাতে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের ও আফ্রিকার মুসল্লিদের সঙ্গে অংশ নেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরাও।  

জামাত শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গল কামনা করেন জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব দেশবাসীসহ সর্বস্তরের প্রবাসীদের জন্যও।  

তবে ঈদের দিনটিতে নিজ নিজ কর্মক্ষেত্রে ছুটি না থাকায় কিছুটা মন খারাপ হলেও দেশে থাকা পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এমনটাই জানান বার্লিনের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম ও সাইফুল ইসলাম।

ঈদ জামাতে অংশ নিয়ে  প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় তিনি যেকোন মূল্যে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানান।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
পপসম্রাটকে হারানোর এক যুগ
৭২ বার পেছালো রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিলের তারিখ
শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত
পরিবেশ দিবসে সবাইকে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সিলেটে চা বাগানে মিললো তাজা গ্রেনেড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
ছয় কংগ্রেসম্যানের চিঠির সত্যতা নেই, তবু যাচাই করছে মন্ত্রণালয়
জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক
ফেনীতে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft