শনিবার ২৭ জুলাই ২০২৪
শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৭ PM আপডেট: ১৭.০৯.২০২২ ৭:১০ PM
কুয়েতি দাতা সংস্থা সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস) ও  ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বন্যায় গৃহহারা ৪২ পরিবারের মাঝে সাত লাখ টাকার ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ  প্রাঙ্গনে প্রধান অতিথি  হিসেবে ৪২ পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসএসটিএস-এর  কান্ট্রি ডিরেক্টর ড. সাইদ সাবরী রজব আলী, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,  সংরক্ষিত নারী সংসদ সদস্য শামীমা আক্তার খানম।

উপস্থিত ছিলেন- ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ  ফেডারেল ইউনিয়ন জার্নালিস্টের সিনিয়র সদস্য ইসমাইল আহসান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, আমার গ্রাম আমার প্রাণ'র প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদ,  পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও আওয়ামী লীগ নেতা হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ। 

এরআগে শান্তিগঞ্জ মন্ত্রীর বাস ভবনের হিজলবাড়ির আরফান মুন্সী  বৈঠক খানায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের  দেশের অবস্থা খুবই ভালো আছে, সামনে আরও ভালো হবে। বাংলাদেশ সরকার গরিবের জন্য কাজ করছে, এবং সবসময় কাজ করবে।  আমাদের সহযোগিতা করতে হবে। শুধু ত্রাণের অপেক্ষায় থাকলে হবে না, কাজ করতে হবে।  সুনামগঞ্জের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বানিয়ে দেওয়া হয়েছে, ত্রাণ ও আর্থিক সহোযোগিতা করেছে, আরও দেয়া হবে।
 
তিনি কুয়েতি দাতা সংস্থা সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্টকে দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসায় ধন্যবাদ জানান।

এসএসটিএসের কান্ট্রি ডিরেক্টর ড. সাইদ সাবরী মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পেরে আমরা আনন্দবোধ  করছি। আমরা আরও মানুষের কল্যাণে কাজ করতে চাই।

পরে তিনি সুনামগঞ্জ ও সিলেট সদরে সংস্থার চলমান বিভিন্ন গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
নোয়াখালীতে একক আয়োজনে একসঙ্গে ১০ জুটির বিয়ে
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft