শুক্রবার ১৭ মে ২০২৪
বেতন-ভাতার দাবি
মানববন্ধন করবেন দিনকালের সাংবাদিক-কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৪:৪০ PM
বকেয়া বেতন এবং ভাতার দাবিতে দৈনিক দিনকালের সাংবাদিক ও কর্মচারীরা আগামী ১১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের দিনকাল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। দিনকাল সাংবাদিক-শ্রমিক-কর্মচারী সমন্বয় কমিটির আহবায়ক আবুল হোসেন খান মোহনের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন আলী মামুদ, জহির চৌধুরী, আব্দুস সেলিম, বাবুল খন্দকার, মহিউদ্দিন আহমেদ, লিয়াকত আলী প্রমুখ। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দিনকাল কর্তৃপক্ষ ঈদের আগে সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও গত তিন সপ্তাহেও কোনো উদ্যোগ নেয়নি।

উল্লেখ্য, দিনকালের সাংবাদিক-কর্মচারীদের একবছর ধরে বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। এ ছাড়া করোনাকালীন চার মাসের বেতন ও উৎসব ভাতা বকেয়া রয়েছে।  সরকার ২০২২ সালের ২৬ ডিসেম্বর দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল করে। 

এরপর প্রেস কাউন্সিলে আবেদনের প্রেক্ষিতে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পত্রিকাটি চালু ছিল। প্রেস কাউন্সিলের রায়ে সরকারের আদেশ বহাল রেখে পত্রিকাটি নিয়মমাফিক প্রকাশের নির্দেশনা দেওয়া হয় এবং কর্মরত সাংবাদিক কর্মচারীদের বেতন-ভাতা দিয়ে যেতে বলা হয়। 

কিন্তু দিনকাল কর্তৃপক্ষ দীর্ঘ একবছর সাংবাদিক-কর্মচারীদের বেতন ভাতা দিচ্ছে না। এতে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সাংবাদিক কর্মচারীদের পরিবারগুলো মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
জয়ে লা লিগায় জাভির শততম ম্যাচ রাঙালো বার্সেলোনা
মুম্বাইয়ে বিলবোর্ড দুর্ঘটনা, কোম্পানির মালিক গ্রেফতার
এমবাপ্পেকে অধিনায়ক করে ফ্রান্সের ইউরো স্কোয়াড ঘোষণা
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুসংবাদ
বিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মোহনগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম
ইসরায়েলে ৬০টি রকেট ছুড়লো হিজবুল্লাহ
৬৪ জেলায় সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার ‘ট্রাক সেল’ শুরু
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যানের ৫ বছরের দায়িত্ব পালন অবৈধ: হাইকোর্ট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft