প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ১১:২৭ পিএম

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতার অধিকারকে সুদৃঢ় করার পাশাপাশি সংবাদপত্রকে গণদেবতার বিচারালয় উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের তিন ধরণের নিরাপওা যেমন অর্থনৈতিক, আইনি এবং দৈহিক প্রদানের আহ্বান জানান।
এছাড়া আধুনিক তথ্য-প্রযুক্তি ও যোগাযোগে গণমাধ্যমকর্মীদেরকে দেশে-বিদেশে উন্নতর প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি-কে সাংবাদিকতায় ইউনেস্কো ক্লাব সম্মামনা-২০২৪ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।বিশিষ্ঠ সাংবাদিক
মন্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক সৈয়দা মিনুকার নাসরিন এবং ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরীসহ আরো অনেকে।
আজকালের খবর/এসএইচ