বুধবার ১৫ মে ২০২৪
গুচ্ছ পরীক্ষায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুবিতে ১৪৪ ধারা জারি
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ২:০৬ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা চলাকালে কেন্দ্র এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

শনিবার জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল (শনিবার), ৩ মে (শুক্রবার) এবং ১০ মে (শুক্রবার) নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এসময় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ব্যতিত অন্য কেহ আগ্নেয়াস্ত্র, লাঠি, ছোরা বা অন্য কোন ধারালো অস্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্র এলাকায় প্রবেশ করতে পারবে না।

এছাড়া পরীক্ষাকেন্দ্রে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গকে দায়িত্ব পালনে কেউ বাঁধা সৃষ্টি করতে পারবে না এবং কেন্দ্রের আশেপাশে কেউ মাইক বা মেগাফোন ব্যবহার করতে পারবে না।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৮২ ফিলিস্তিনি নিহত
ইসরাইলের সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
ইসরায়েলকে ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চান বাইডেন
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে রিট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অনুমোদনহীন ৫ পানীয় কোম্পানির মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক ‘স্বীকৃতি’ পাচ্ছেন দিনাজপুরের জুবায়ের
স্টার সিনেপ্লেক্সের আচরণে সরব ইকবাল, নিরব সৌদ
জিম্মিদশার ৬৫ দিন পর চট্টগ্রামে নাবিকরা, প্রতীক্ষার অবসান
সুশীল সমাজের প্রতিনিধিদের স‌ঙ্গে ডোনাল্ড লুর বৈঠক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft