বুধবার ১ মে ২০২৪
অপহরণের পর শিশু তামিমকে উদ্ধার, গ্রেপ্তার ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৮:২০ PM
অপহরণের ৬ ঘণ্টা পর মো. তামিম হোসেনকে উদ্ধারসহ প্রধান আসামি আল আমিনকে সিরাজগঞ্জের বেলকুচি থেকে গ্রেপ্তার করেছে (র‌্যাব)-১২ সদস্যরা। আল আমিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মেষতলী বাজার এলাকার মো. আব্দুল কাদেরর ছেলে। অপহৃত মো. তামিম হোসেন চুয়াডাঙ্গা সদর থানার সুরুত আলির ছেলে। 

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২, অধিনায়ক বিপিএম, পিপিএম মো. মারুফ হোসেন। তিনি বলেন, ভিকটিম মো. তামিম হোসেনের পিতা মো. সুন্নত আলীর সঙ্গে অনুমানিক ২ মাস আগে আসামি মো. আল-আমিনের স্বাক্ষতা (বন্ধুত্ব) গড়ে ওঠে। এই বন্ধুত্বের সুযোগ নিয়ে সুকৌশলে আসামি মো. আল-আমিন গতকাল বুধবার বিকাল আনুমানিক ৩টায় চুয়াডাঙ্গা থানাধীণ হানুরবাড়াদি গ্রামস্থ বাদীর বাড়ির পেছনে পাকা রাস্তার ওপর থেকে ভিকটিম মো. তামিম হোসেনকে ফুসলিয়ে অপহরণ করে। উক্ত ঘটনাটি ঘটার পরে ভিকটিমের পিতা সুন্নত আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-১৭, তারিখ-১৮ এপ্রিল, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) রুজু হয়। 

গ্রেপ্তারকৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
মিল্টনের বিরুদ্ধে অজস্র অভিযোগ, আদালতে রিমান্ড চাওয়া হবে: ডিবিপ্রধান
মিল্টন সমাদ্দার গ্রেপ্তার
সন্ত্রাস ও মাদকমুক্ত করে স্মার্ট কোটালীপাড়া গড়ে তুলবো : জাহাঙ্গীর হোসেন
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দৈনিক আজকালের খবরের এজিএম মো. সিরাজুল ইসলাম খান আর নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন
ব্র্যাক ব্যাংকের কর ফাঁকি, আদায়ে এনবিআরের অভিযান
আওয়ামী লীগ সরকারকে কেন উৎখাত করতে হবে, অপরাধ কি?
দুদকের প্রথম নারী ডিজি শিরীন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft