শনিবার ২৭ জুলাই ২০২৪
দীপ্ত টিভিতে বিশেষ একক নাটক ‘অবুঝ’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৭:১০ PM
সেতু আরিফের পরিচালনায় ঈদে দীপ্ত টিভির বিশেষ একক নাটক ‘অবুঝ’। নাটকটিতে অভিনয় করেছেন সোহেল মন্ডল, তানিয়া বৃষ্টি। এটি প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১০টা ৫মিনিটে। 

দুপুরের কড়া রোদে জহির যখন ট্রাক্টর চালায়, গুটি গুটি পায়ে পারুল আসে। জহির পারুলকে দেখে ট্রাক্টর থামায়। পারুল কয়, ও জহির ভাই আম মাখা খাবা নাকি? ট্রাক্টর থামিয়ে কাঁদা মাখা শরীর নিয়ে চিংড়ি ঘেরের মাচাং ঘরের দিকে আসে। আম মাখা খেতে খেতে জহির সমসাময়িক নানা গল্প করে। পারুল জহিরের গল্প মন দিয়ে শোনে। শব্দ করে হাসে। হুট করে জহির বলে, এ পারুল তোর কি আমার জন্য মায়া হয়? অন্যরকম মায়া। পারুলের মুখটা কালো হয়ে যায়। পারুল বলে, মায়া না হলে এই ঠাটা পড়া রোদের মধ্যে আসছি ক্যান। অল্প বয়সে বাবা মারা গেছে জহিরের। ছোটো দুই ভাইবোন আর মাকে নিয়ে জহিরের একটা লড়াই ছিলো। একই সাথে লড়াই ছিলো নিজের পড়াশুনাটা সামলে নেওয়া। সংসারের চাপ জহিরের পড়াশনা আর আগায়নি। উপায়হীন গ্রামে নিজের পরিবারের হাল ধরে। আর পারুল জহিরের আরেক চাচাতো চাচা সুলতানের মেয়ে। সুলতান অবস্থায় মধ্যবিত্ত হলেও পারুলকে সবচেয়ে আদরে আগলে রেখেছে। পারুল বাগেরহাট পিসি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ে। পারুল হুটহাট জহিরের কাছে ছুটে আসে। নানা বিষয়ে গল্প করে। পারুল ও জহিরের ব্যাপারটা এলাকার অনেকেই নানা অনুমান করলেও পারুল কিংবা জহির এ বিষয়ে কিছু স্বীকার করে না। জহির আর পারুলের যোগাযোগ প্রকাশ্যে আসে। কারন প্রেমটা হয়। সেই প্রেম নানাভাবে ডালপালা বাড়ে। পারুলের বাপ সুলতান সন্দেহ করে। খুব দ্রুত পারুলের বিয়ে ঠিক করে।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
বর্ষায় শ্রাবণ, ভরা যৌবনবতীর রূপ
বাবার সামনে হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে শিশুপুত্র আহাদ!
কোনোকিছুতেই কুলিয়ে উঠতে পারিনি
অন্তর্লিখন
ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে
ভিপিএন ব্যবহারে সুবিধার পাশাপাশি রয়েছে যেসব ঝুঁকি
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা করেছে বেরোবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft