রবিবার ২৮ এপ্রিল ২০২৪
ছুটির দিনে রাজধানীর শপিং মলগুলোতে ঈদের আমেজ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৮:২১ PM
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন শপিং মলে বেড়েছে ক্রেতাদের ভিড়। আজ সরকারি ছুটির দিন পেয়ে মানুষের এই ভিড় বেড়েছে অন্য সময়ের থেকে প্রায় দ্বিগুণ।

শপিং মলগুলোতে পোশাক থেকে শুরু করে প্রসাধনী, জুতা, গয়না, ঘরের অন্দরসজ্জা সামগ্রী, ক্রোকারিজ ও ইলেকট্রনিক জিনিসপত্রসহ বিভিন্ন পণ্য কিনতে ভিড় করছেন মানুষ। তবে পোশাকের দোকানগুলোতে ভিড় ছিল সবচেয়ে বেশি।

ঈদকে রঙিন করে তুলতে নতুন পোশাকেই প্রাধান্য বেশি ক্রেতাদের। এছাড়া ঘরের অন্দরসজ্জা ও প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতেও ক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে উপস্থিতির সঙ্গে অভিযোগও ছিল ক্রেতাদের। তারা বলছেন, অনেক পণ্যের দাম রাখা হচ্ছে আগের থেকে বেশি।

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর নিউ মার্কেট, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, চাঁদনী চক মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গ্লোব মার্কেটে সরেজমিন দেখা যায় ক্রেতাদের ভিড়।

ঈদ আসতে আর বাকি রয়েছে পনেরো দিন। তাই এই সময়ে রাজধানীর বিভিন্ন মার্কেটে বাড়ছে ক্রেতাদের সমাগম। পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন ঈদের কেনাকাটা করতে। ক্রেতারা ঘুরছেন দোকানে দোকানে আর বিক্রেতারা দেখাচ্ছেন একের পর এক পণ্য। ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর মার্কেটগুলো।

সরকারি ছুটির দিন হওয়ায় আজ মার্কেটগুলোতে বেশি ভিড় ছিল বলে জানান বিক্রেতারা।

গাউছিয়া মার্কেটের জামদানি কুটিরের এক বিক্রয়কর্মী বলেন, আমাদের মার্কেটে সবসময় ভিড় থাকে। যেহেতু ঈদ আসছে, আবার আজ ছুটির দিন, এই কারণে ভিড় বেশি। আমাদের বেচাকেনাও ভালোই হচ্ছে।

নূরজাহান মার্কেটের জাহিদ ফ্যাশনের বিক্রেতা সাব্বির বলেন, ঈদ যত কাছাকাছি আসবে কাস্টমারও বাড়তে থাকবে। ইনশাআল্লাহ আমাদের বেচাকেনা এবার ভালোই হবে মনে হচ্ছে।

ঈদ কেবল নতুন পোশাকেই সীমাবদ্ধ না, ঘরের অন্দরসজ্জাও প্রয়োজনীয় বলে জানান ক্রেতারা।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন
একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক
সরকারের সমালোচনা করে গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড
২০০ বছরের পুরোনো পুকুরে ৫ টাকায় গোসল!
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল ‘আকাশ ভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ’
সেনা অভিযানে কুকি-চিনের ২ সদস্য নিহত
ইরাকে নারী টিকটক তারকাকে গুলি করে হত্যা
সাংবাদিক পরিবারকে প্রাণ নাশের হুমকির অভিযোগ
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft