প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৫ PM
বিনোদন সাংবাদিকতায় পুরস্কার পেলেন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও বৈশাখী টেলিভিশনের মিডিয়া মুখপাত্র দুলাল খান।
গতকাল ১ ডিসেম্বর প্যান-প্যাসিফিক হোটেল সোনার গাঁ-এ এই সম্মাননা তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে দুলাল খান বলেন, বিজয়ের মাসে এ সম্মাননা সত্যিই আমাকে গর্বিত করেছে। স্টার প্লাস কমিউনিকেশনের সাথে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে স্টার প্লাস কমিউনিকেশনের পরিচালক নাজমুল খানের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, এত বছর পরও তিনি মনে রেখেছেন।
এছাড়া স্টার প্লাস মিউজিক এ্যাওয়ার্ড-২০২৩-এ আজীবন সম্মাননা পেয়েছেন কণ্ঠশিল্পী ফেরদৌস আরা। সংগীত বিভাগে সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন দিঠি আনোয়ার।
স্টার প্লাস কমিউনিকেশনের পরিচালক নাজমুল খান ছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা প্রধান লে. জেনারেল এম. হারুন-অর-রশিদ (অবঃ) বীরপ্রতীক, বিশেষ অতিথি ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে চলচ্চিত্রকার দেওয়ান নজরুল, লায়লা নাজনীন হারুন, জাবেদ আহমেদ কিসলু, ইফতেখার হোসেন পিন্টু, ব্যান্ড দল স্পন্দন, বুলবুল টুম্পা, সৈয়দ আলী আহসান লিটন, দীপ্তি চৌধুরী, অনামিকা পুনম, সেলিনা ওসমান শর্মী ও সানজিদা তন্বী সম্মাননা পেয়েছেন।
আজকালের খবর/আতে