মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪
নতুন বছরে নৃত্যশিল্পী লেমনের প্রত্যাশা
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৭ PM
চাচা লোকমান হাকিমের ইচ্ছা ছিলো সংগীতের জন্য গড়ে তুলবেন, কিন্তু নৃত্যের প্রতি সহজাত ভালোবাসায় লেমন ওরফে মিজানুর রহমান এখন ব্যস্ত নৃত্যশিল্পী। নওগাঁ থেকে ঢাকা এসে হাত ধরেন ওস্তাদ প্রয়াত হাসান ইমামের। তার হাত ধরেই নৃত্যের পাঠশালায় নিয়মিত মুখ লেমন। বিটিভি, শিল্পকলা তালিকাভূক্ত শিল্পী লেমন এখন দেশ ও দেশের বাইরে নৃত্য নিয়ে এক ব্যস্ত শিল্পী। বিভিন্ন দিবেসে নিয়মিত চ্যানেল আইয়ের লাইভ ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানগুলোর জন্য ডাক পড়ে লেমনের। তার পরিচালনায় কাজ করেছেন স্বাগতা, মিষ্টি মারিয়া, লাজুক, সাদিয়া মির্জা, লাক্স ফটো সুন্দরী চৈতী, রাবিনা বৃষ্টি, রাইসা মিতু প্রমুখ। পাশাপাশি লেমন নৃত্যের শিক্ষক হিসেবে বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) শেওরাপাড়া শাখায় কাজ করছেন।

বিভিন্ন সময়ে শিল্পকলা থেকে ভারত, থাইল্যান্ডে ট্রুপস নিয়ে যাওয়া লেমন লোকনৃত্য, সাধারণ, কত্থকনৃত্যে বিশেষ পারদর্শী। অভিজ্ঞতার মেশালে একটি সিনেমায় নৃত্যপরিচালনাও করেছেন। 
সময়ের ব্যস্ততা নিয়ে লেমন জানান, চলতি ডিসেম্বরজুড়েই ছিলাম ব্যস্ত। বিটিভির নৃত্যে তালে তালে অনুষ্ঠানটি করেছি। এছাড়া এনিগমা টিভির জন্য আমার ট্রুপস নিয়ে পাঁচটি বিজয়ের গানে নৃত্য করেছি। চ্যানেল আইয়ে বিজয়ের লাইভ অনুষ্ঠান করেছি। 

নতুন বছরের পরিকল্পনার কথা জানাতে গিয়ে লেমন বলেন, চলতি বছরের শেষপর্যন্ত সবই ঠিক ছিলো, তারপরও নতুন করে নতুন বছরটা শুরু করতে চাই। এ বছরে নিজেকে আরো মেলে ধরার পরিকল্পনা নিয়েছি। আর এজন্য টেলিভিশন প্রগ্রামগুলোর দিকে ফোকস দিবো, পাশাপাশি স্টেজ প্রগ্রামগুলোতেও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবো। 

আজকালের খবর/আতে