প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৩:০৩ PM
নিজের প্রযোজিত একাধিক সিনেমায় একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন দেশের ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এবার তিনি হতে চলেছেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের নায়ক।
আজ (২৮ নভেম্বর) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান। সবকিছু ঠিকঠাক থাকলে সবকিছু দারুণভাবেই শুরু হবে।
হিরো আলম জানিয়েছেন ‘গ্যাংস্টার’ নামে সিনেমায় তিনি বলিউডের রাখির বিপরীতে অভিনয় করবেন। যেটি প্রযোজনা করবেন আরাভ খান।
মঙ্গলবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে রাখি ও আরাভ খানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন হিরো আলম। তিনি বলেন, ‘আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে বলিউডের রাখি সাওয়ান্ত কাজ করবেন।’
হিরো আলম জানান, ‘আসন্ন নির্বাচনের পর সিনেমাটির শুটিং শুরু হবে। শুটিং হবে দুবাইসহ বিশ্বের কয়েকটি দেশে। মুক্তিও পাবে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশে।
এদিকে, হিরো আলমের শেয়ার করা ভিডিওতে রাখিকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।’
অন্যদিকে আরাভ খান বলেন, ‘হিরো আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। যত টাকা লাগে দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির শুটিং হবে।’
আজকালের খবর/এসএইচ