রবিবার ৩ ডিসেম্বর ২০২৩
‘ডেভিল ধূমকেতু’ এভারেস্টের চেয়েও বড়
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১১:১০ AM
পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চেয়েও বড় একটি ধূমকেতু। বিজ্ঞানীরা বলেছেন, এটি মাউন্ট এভারেস্টের চেয়ে তিন গুণ বড়। দেখে মনে হয় এটির ‘শিং’ আছে। আর এ জন্য এটিকে বলা হচ্ছে ‘ডেভিল ধূমকেতু’। সম্প্রতি রহস্যময় সেই ধূমকেতুটি চতুর্থবারের মতো বিস্ফোরিত হয়েছে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে আর্থ ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, এটিই এখন পর্যন্ত ধূমকেতুটির সবচেয়ে বড় বিস্ফোরণ হতে পারে। প্রথম দুই দফার বিস্ফোরণের পর এটির নাম দেয়া হয়েছিল ‘ডেভিল ধূমকেতু’।

এদিকে, সবশেষ বিস্ফোরণের পর ধূমকেতুটি হঠাৎ করে আগের চেয়ে অন্তত ১০০ গুণ বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।

বিজ্ঞানীরা বলছেন, ‘১২পি’ নামে পরিচিত এই বিশাল ধূমকেতুটি পৃথিবীর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে টেলিস্কোপ ছাড়াই দৃশ্যমান হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের তথ্যানুসারে, গত ৫ এবং ৭ অক্টোবর ‘ডেভিল ধূমকেতু’ বিস্ফোরিত হয়। ফলে এটির অতিরিক্ত কিছু ফুটেজ পান জ্যোতির্বিজ্ঞানীরা। যেখানে দেখা যায়, ধূমকেতুটি থেকে দুটি ‘শিং’ উদ্ভূত হচ্ছে।

ধূমকেতুটিকে ‘ক্রায়োভোলক্যানিক’ বলা হচ্ছে, যার অর্থ ঠান্ডা আগ্নেয়গিরি। এটি প্রায় ৩০ কিলোমিটার প্রশস্ত।

কিছু বিশেষজ্ঞ রসিকতা করে বলেছেন, অদ্ভুত আকৃতির হওয়ায় ডেভিল ধূমকেতুকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মহাকাশযানের মতো দেখায়, যেমন ‘স্টার ওয়ারস’র মিলেনিয়াম ফ্যালকন।

পৃথিবীর সঙ্গে বিশাল এই ধূমকেতুর সংঘর্ষ হতে পারে কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে বিজ্ঞানীরা বলছেন, ২০২৪ সাল পর্যন্ত পৃথিবীর খুব কাছে আসবে না ‘ডেভিল ধূমকেতু’। কাছে আসলে এটি টেলিস্কোপ ছাড়াই দেখা যাবে।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
সাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
গাজীপুরে রডবোঝাই ট্রাকে আগুন, চালক দগ্ধ
পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৮
কাকরাইল-শান্তিনগরে রিজভীর নেতৃত্বে মিছিল
পঞ্চগড়ে ইউএনও’র গাড়ি খাদে পড়ে প্রকৌশলীর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু
মনোনয়নপত্র দাখিল করেছে ২৯টি দল
টাঙ্গাইলের দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
ফের অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ জাতিসংঘের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft