মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪
নতুন ফিচার যুক্ত হচ্ছে গুগল ম্যাপে
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৩:০৬ PM
একাধিক নতুন ফিচার নিয়ে আসছে গুগল। এখন থেকে গুগল ম্যাপে লোকেশন হিস্ট্রি, টাইমলাইন তৈরি, ব্লু ডটে নতুন কিছু ফিচারও যুক্ত হচ্ছে।

এক ব্লগপোস্টে গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা এখন লোকেশন ডিলেট হিস্ট্রি, ডিরেকশন ও সার্চও ডিলেট করে দিতে পারবেন।

এ ফিচারের মধ্যমে একজন ইউজার যেকোন স্থানে ঘুরতে গিয়ে ম্যাপে যা সার্চ করবে বা যেসব ডাটা সেভড করে রাখবেন তা এখন সহজেই মুছে ফেলতে পারবেন। শুধু তাই নয়, লোকেশন হিস্টোরি এখন অফলাইনেও রাখা যাবে। প্রতিবার আপনাকে অনলাইনে যেতে হবে না।

আগামী সপ্তাহে এই আপডেট পাওয়া যাবে বলে জানিয়েছে গুগল। একই সঙ্গে দেখিয়ে দেওয়া হবে বিস্তারিত।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

আজকালের খবর/এসএইচ