বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫১ PM
গাজীপুর প্রেস ক্লাবের এক বছর (২০২৩-২০২৪) মেয়াদে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে শুক্রবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে ১৭ সদস্যের এ নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ।

গাজীপুর প্রেস ক্লাবের বর্তমান কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাজীপুর প্রেস ক্লাবের বীর মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, সাবেক সভাপতি নাসির আহমেদ, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মজিবুর রহমান, মাজহারুল ইসলাম মাসুম ও খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, রুহুল আমিন সজীব, আমিনুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ।

প্রেস ক্লাবের ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ সামসুল হক রিপন নির্বাচিত হয়েছেন। 

কমিটির পদধারী সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), সহসভাপতি মো. রুহুল আমিন (দৈনিক খবর), যুগ্ম সম্পাদক হাসমত আলী (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র মল্লিক (প্রথম প্রতিরোধ/সময়ের কণ্ঠস্বর), কোষাধ্যক্ষ মো. মিলটন খন্দকার (দৈনিক সময়ের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদা শিকদার (ডিবিসি টিভি), দপ্তর সম্পাদক হাসিব খান (দৈনিক আমাদের অর্থনীতি/ ফিন্যালশিয়াল পোস্ট), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. আব্দুল গাফ্ফার (দৈনিক ঢাকার ডাক/ ঢাকা টাইমস)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মো. খায়রুল ইসলাম (দৈনিক বাংলাদেশ প্রতিদিন/ বৈশাখী টেলিভিশন), মো. মুজিবুর রহমান (দৈনিক ইত্তেফাক), মো. মনিরুজ্জমান (দৈনিক আজকের প্রভাত/ বাংলাদেশ পোস্ট), দেলোয়ার হোসেন (দৈনিক দিনকাল), মো. আমিনুল ইসলাম (দৈনিক দেশ রূপান্তর), মো. নজরুল ইসলাম আজাহার (দৈনিক বাংলাভূমি) এবং মো. কামাল হোসেন বাবুল (দৈনিক মুক্ত বলাকা)।

আজকালের খবর/বিএস