রবিবার ৩ ডিসেম্বর ২০২৩
গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫১ PM
গাজীপুর প্রেস ক্লাবের এক বছর (২০২৩-২০২৪) মেয়াদে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে শুক্রবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে ১৭ সদস্যের এ নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ।

গাজীপুর প্রেস ক্লাবের বর্তমান কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাজীপুর প্রেস ক্লাবের বীর মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, সাবেক সভাপতি নাসির আহমেদ, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মজিবুর রহমান, মাজহারুল ইসলাম মাসুম ও খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, রুহুল আমিন সজীব, আমিনুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ।

প্রেস ক্লাবের ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ সামসুল হক রিপন নির্বাচিত হয়েছেন। 

কমিটির পদধারী সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), সহসভাপতি মো. রুহুল আমিন (দৈনিক খবর), যুগ্ম সম্পাদক হাসমত আলী (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র মল্লিক (প্রথম প্রতিরোধ/সময়ের কণ্ঠস্বর), কোষাধ্যক্ষ মো. মিলটন খন্দকার (দৈনিক সময়ের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদা শিকদার (ডিবিসি টিভি), দপ্তর সম্পাদক হাসিব খান (দৈনিক আমাদের অর্থনীতি/ ফিন্যালশিয়াল পোস্ট), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. আব্দুল গাফ্ফার (দৈনিক ঢাকার ডাক/ ঢাকা টাইমস)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মো. খায়রুল ইসলাম (দৈনিক বাংলাদেশ প্রতিদিন/ বৈশাখী টেলিভিশন), মো. মুজিবুর রহমান (দৈনিক ইত্তেফাক), মো. মনিরুজ্জমান (দৈনিক আজকের প্রভাত/ বাংলাদেশ পোস্ট), দেলোয়ার হোসেন (দৈনিক দিনকাল), মো. আমিনুল ইসলাম (দৈনিক দেশ রূপান্তর), মো. নজরুল ইসলাম আজাহার (দৈনিক বাংলাভূমি) এবং মো. কামাল হোসেন বাবুল (দৈনিক মুক্ত বলাকা)।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও হানাদারমুক্ত দিবস আগামীকাল
পাবনায় চার হাজার ১০০ হেক্টর জমিতে শিমের আবাদে কৃষকের ভাগ্যবদল
কৃষিতে বিষ্ময়কর সাফল্যের টেকসই ব্যবস্থা দরকার
নাট-বল্টু খুলে নেওয়ায় আজ দেরিতে ছাড়ে ‘কক্সবাজার এক্সপ্রেস’
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস
মানহানির মামলায় মালয়েশিয়া থেকে ক্ষতিপূরণ পেলেন জাকির নায়েক
ভূমিকম্প আতঙ্কে পদদলিত হয়ে কুমিল্লায় অর্ধশতাধিক শ্রমিক আহত
মনোনয়নপত্র দাখিল করেছে ২৯টি দল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft