রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
ভেঙে গেল এক্স-ম্যানের ২৭ বছরের সংসার
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪২ PM
বিয়ের ২৭ বছর পর সংসার জীবন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘এক্স-ম্যান’ সিনেমা খ্যাত অভিনেতা হিউ জ্যাকম্যান ও তার স্ত্রী ডেবোরা-লি ফার্নেস। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়ে নিজেরাই এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে তারা জানান, আমাদের যাত্রা এখন বদলে যাচ্ছে এবং আমরা আমাদের ব্যক্তিগত কাজের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, হিউ জ্যাকম্যান বলেন, আমরা একটি চমৎকার, প্রেমময় দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রী হিসেবে প্রায় তিন দশক এক সঙ্গে ভাগ করে নিতে পেরে ধন্য হয়েছি। আমাদের যাত্রা এখন স্থানান্তরিত হচ্ছে এবং আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, পরিবার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল ও সবসময় থাকবে। আমরা আমাদের পরবর্তী অধ্যায়টি কৃতজ্ঞতা, ভালোবাসা ও উদারতার সঙ্গে গ্রহণ করেছি।

প্রসঙ্গত, হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস ১৯৯৬ সালে সংসার শুরু করেন। ১৯৯৫ সালে টেলিভিশন সিরিজ ‘কোরালি’তে তারা সহ-অভিনয়শিল্পী ছিলেন। সিরিজটি সেভাবে প্রশংসা না পেলেও শুটিংয়ের সময় থেকেই তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে। এক বছর পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
সরকারের উন্নয়ন-অর্জন প্রতিটি ঘরে গিয়ে প্রচার করতে হবে
আওয়ামী লীগ ভিসা নীতি-নিষেধাজ্ঞার পরোয়া করে না: ওবায়দুল কাদের
যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে গণমাধ্যমও যুক্ত হবে: পিটার হাস
ফুলগাজীতে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার
কাউখালীতে শ্রেণিকক্ষে ক্লাস নিলেন ইউএনও
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
বিএনপির আল্টিমেটাম: খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে
গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ
চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft