জুয়েল: একজন প্রতিভাবান, ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম
আজাদ আবুল কাশেম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ৫:৫৭ পিএম
স্মরণীয় জুয়েল। ছবি: সংগৃহীত

স্মরণীয় জুয়েল। ছবি: সংগৃহীত

তারুণ্যদীপ্ত কণ্ঠশিল্পী জুয়েল-এর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৮৬ সালের ১৪ জানুয়ারী, মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২২ বছর। অকাল প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী জুয়েলর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং তাঁর বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করি।

জুয়েল (জাহিদুল ইসলাম জুয়েল)১৯৬৫ সালের ২৩ জানুয়ারি, ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গাফফার চৌধুরী। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বড় বোন ডাক্তার স্বপ্না রকিব, ছোটভাই চিত্রশিল্পী সোহেল ও ছোট বোন চিত্রনায়িকা রঞ্জিতা।

বাংলাদেশে ৮০ দশকের শুরুতে কয়েকজন তারুণ্যদীপ্ত কণ্ঠশিল্পীর আবির্ভাব ঘটে, যাদের গানে সে সময়ের তুরুণ-তরুণিরা উদ্বেলিত হয়-বিমোহিত হয়। যাদের গানে ৮০ দশকে অডিও ক্যাসেটের বাজার রমরমা ব্যবসায় পরিপূর্ণ হয়, তাদের মধ্যে অন্যতম কণ্ঠশিল্পী ছিলেন জুয়েল।

ক্ষণজন্মা জনপ্রিয় কণ্ঠশিল্পী জুয়েল-এর জনপ্রিয় গানের মধ্যে কয়েকটি- চলে গেলে ভুলে যেওনা, আমার নাম…., এই মন তুমি নিও না, ব্যথা তুমি দিও না….,
ভালোবাসা যদি তুমি নাইবা দিলে…,
দূরে সরে যেওনা, আরো কাছে এসোনা…,
একদিন তুমি সারাটা দিন অন্য মানুষ হয়ে….,।

মিষ্টিমধুর-শ্রুতিময় কন্ঠের অধিকারী ছিলেন জুয়েল। 

তাঁর কন্ঠযাদুতে খুব অল্প সময়ের মধ্যে তিনি ছুঁয়েছিলেন জনপ্রিয়তার উচ্চাসন। প্রতিভাবান মেধাবী, ক্ষণজন্মা এই কণ্ঠশিল্পী বেশী সময় পাননি, তাঁর প্রতিভা স্ফুরণের।

বিধির অমোঘ নিয়মে খুবই অল্প বয়সে, আকস্মিক তাঁকে চলে যেতে হয়েছে অনন্তলোকে। আমাদের সঙ্গীতের উর্বর ভূমিতে আজও দেদীপ্যমান, কণ্ঠশিল্পী জুয়েল।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
আমি অনেকটাই ভেঙে পড়েছি : শামীম ওসমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft