সোমবার ১৬ জুন ২০২৫
কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ১১:১৬ এএম
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (২৫ মে) সকালে এসব হামলা চালানো হয়। এখন পর্যন্ত এসব হামলায় তিনজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বাইরে দুটি ছোট শহরে তিনজন মারা গেছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, দক্ষিণের মাইকোলাইভ এবং পশ্চিমে টেরনোপিলসহ একাধিক আঞ্চলিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

কিয়েভে শহরের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো বলেছেন, ড্রোন হামলায় ১১ জন আহত হয়েছেন। হামলার কারণে শহরের কেন্দ্রস্থলের বাইরের হলোসিভস্কি জেলায় একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে যায়। এতে ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্য একটি শহরে হামলার ঘটনায় একটি ব্যক্তিগত গাড়ি এবং একটি ব্যবসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেনজুড়ে হামলার ঘটনা ঘটলো।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাশিয়া এক যোগে কিয়েভে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বেশ কিছু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৫ জন আহত হয়েছে।

উত্তরপূর্বাঞ্চলীয় ইউক্রেনের খারকিভ শহরের মেয়র ইহোর তেরেকোভ বলেন, তিনটি জেলায় ড্রোন আঘাত হেনেছে এবং এতে তিনজন আহত হয়েছে।

এর আগে রাশিয়ার আড়াই শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী শনিবার (২৪ মে) জানায়, তারা এক রাতেই রাশিয়ার ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন ভূপাতিত করেছে। রাজধানী কিয়েভ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, বিমান প্রতিরক্ষা বাহিনী ৬টি ইস্কান্দার-এম/কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (কিয়েভ) ভূপাতিত করেছে এবং ২৪৫টি শাহেদ ইউএভি ধ্বংস করেছে।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft