প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:০৪ পিএম

তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)’ প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনের সভাকক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহ এবং এটুআই-এর পক্ষে যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রশিদুল মান্নাফ কবীর চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির মূল লক্ষ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি-নির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা তৈরি এবং তাদেরকে যুগোপযোগী ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করে কর্মক্ষেত্রে উপযোগী করে তোলা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। জাতীয় বিশ্ববিদ্যালয়কে চাহিদাভিত্তিক, জীবনমুখী এবং উদ্যোক্তা তৈরিতে সহায়ক একটি কারিকুলাম প্রণয়ন করতে হবে।’
গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য প্রদানকালে উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করে। অথচ আমাদের শিক্ষার্থীরা এখনো প্রথম শিল্প বিপ্লবের সুফল পুরোপুরি পায়নি, সেখানে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই শিক্ষকদের আইসিটি ও এআইসহ অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত সকল সহায়তা দেওয়া হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফুর রহমান, প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও এটুআই-এর শীর্ষ কর্মকর্তারা।
এই চুক্তির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির অন্তর্ভুক্তি আরও গভীর ও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আজকালের খবর/ওআর