সোমবার ১৬ জুন ২০২৫
৬ দফা দাবি আদায়ে কঠোর অবস্থানে ভোলাবাসী, ইন্ট্রাকোর স্টেশনে তালা
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:৫৯ পিএম
ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করা, মেডিকেল কলেজ স্থাপনসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে ভোলায় ইন্ট্রাকোর রিফুয়েলিং এলপিজি সিলিন্ডার স্টেশনে তালা দিল বিক্ষোভকারি ‘আমরা ভোলাবাসী’। 

শনিবার (২৪ মে) পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে বৈরি আবহাওয়ার মধ্যেই শহরের বাংলাস্কুল মাঠে অবস্থান নিয়ে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে যোগ দেয় ভোলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সমাবেশ শেষে বেলা দেড়টার দিকে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারি বাজার এলাকায় অবস্থিত ইন্ট্রাকোর রিফুয়েলিং এলপিজি স্টেশন ঘেরাও করেন এবং স্টেশনটিতে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য স্টেশনটির সকল কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ভোলার প্রতিটি ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সংযোগ, একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও ২৫০ শয্যা হাসপাতালটিকে আধুনিকায়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করা, গ্যাস ভিক্তিক বৃহৎ সার কারখানাসহ ইপিজেড গড়ে তোলা, ভোলাকে স্থায়ীভাবে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা, ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করাসহ আমাদের ৬টি ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে আমরা ৬ দফা দাবিতে আন্দোলন করলেও সরকার আমাদের দাবিগুলোর বিষয়ে কর্ণপাত করছেন না। অথচ ইন্ট্রাকোর মাধ্যমে ভোলা থেকে প্রতিদিন গ্যাস পাচার হচ্ছে। 

এ বিষয়ে ‘আমরা ভোলাবাসী’ কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, ৬ দফা দাবি আদায়ের লক্ষে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এটা আমাদের মৌলিক অধিকার, ন্যায্য দাবি। দাবি আদায়ের লক্ষে বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের ইন্ট্রাকো কোম্পানির ভোলা স্টেশনে তালা মেরেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত ভোলা থেকে গ্যাস নেওয়া বন্ধ থাকবে। 

সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলে আন্দোলনকারীরা জানান। 

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft