সোমবার ১৬ জুন ২০২৫
আমাদের সিজিপিএ বেশি দিতে সমস্যা কোথায়: প্রশ্ন ইবি ভিসির
রবিউল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:৩৯ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩.৮৫ এর নিচে কোনো ডিন’স অ্যাওয়ার্ড দেয়া হয় না। অথচ আমাদের ৩.৮৫ থেকে কম সিজিপিএ নিয়ে অ্যাওয়ার্ড দেয়া হলো। আমাদের সিজিপিএ বেশি দিতে সমস্যা কোথায়? যারা মেধাবী, পরিশ্রমী, গুণগত, মানসম্মত এবং যারা আশাবাদী তাদেরকে সিজিপিএ বেশি করে দেয়া উচিত। তাহলে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এজন্য সিজিপিএ দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের হাতকে একটু প্রশস্ত করতে হবে।’

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ডিন’স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড, সনদ ও নির্ধারিত সম্মানী প্রদান করা হয়েছে। ৮টি অনুষদের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় তোমাকে আজ অসাধারণ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই পুরস্কারের মর্যাদা তোমাকে চাকরি জীবনে প্রদর্শন করতে হবে। তুমি যোগ্যতা দিয়ে প্রথম হয়েছো এটা কোনো সাধারণ বিষয় নয়। কর্মজীবনে তুমি এটার প্রতিনিধিত্ব করবে। আজকে যারা জুনিয়র উপস্থিত আছো তারা ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্তদের থেকে তাদের সাফল্যগাঁথা গল্প শুনে অনুপ্রেরণা নিতে পারবে।’

এ সময় তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা পড়াবেন বেশি, নম্বর মার্কিংয়ে থাকবেন নমনীয়, ব্যবহার হবে সদয়, তাদের সহযোগিতা করবেন যেন শিক্ষার্থীরা অর্জন করতে পারে তাদের কাঙ্ক্ষিত ফলাফল।’

ডিন’স কমিটির সভাপতি অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হকের সঞ্চালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ৮টি অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত এবং সাধারণ শিক্ষার্থীরা।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft