শনিবার ২১ জুন ২০২৫
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা সরাতে কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১১:০৯ এএম
সিরিয়ার ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

গত ১৩ মে ট্রাম্প আকস্মিকভাবে ঘোষণা দেন, সিরিয়ার সাবেক নেতা বাশার আল-আসাদের আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে।

সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় শুক্রবার (২৩ মে) মার্কিন ট্রেজারি বিভাগ এবং স্টেট ডিপার্টমেন্ট একযোগে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে।

ট্রেজারি বিভাগ জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এর ফলে সিরিয়ায় বেসরকারি খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। বিভাগটির এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

একই সঙ্গে স্টেট ডিপার্টমেন্ট ২০১৯ সালের ‘সিজার সিরিয়া সিভিলিয়ান প্রটেকশন অ্যাক্ট’-এর আওতায় একটি গুরুত্বপূর্ণ ছাড়পত্র জারি করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ও আঞ্চলিক অংশীদাররা সিরিয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে আরও সক্রিয় হতে পারবে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবে এই অনুমোদনগুলো দেওয়া হয়েছে, যেন সিরিয়ায় নতুন বিনিয়োগ উৎসাহিত হয়।  

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প চলতি মাসের মাঝামাঝি সময়ে মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনার কথা প্রথম প্রকাশ করেন। রিয়াদে এক বক্তব্যে তিনি বলেন, এটা তাদের উজ্জ্বল ভবিষ্যতের সুযোগ। আমরা সব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি।

পরবর্তীতে তিনি সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন এবং করমর্দন করেন।  

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন তথ্য আপারা: উপদেষ্টা শারমিন
খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক
অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না?
তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন: খসরু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৫ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল
টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
টেকনাফে মাছ শিকার শেষে ফেরার পথে দু’টি নৌকার সংঘর্ষে নিহত ১
ফেনীতে দু’টি নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft