সোমবার ১৬ জুন ২০২৫
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
স্বীকৃতি ভাল কাজ করার অনুপ্রেরণা দেয়: তরিক মৃধা
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:১০ পিএম
জমকালো আয়োজনে শেষ হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর। গেল ২০ মে রাজধানীর হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই মিউজিক অ্যাওয়ার্ড। এদিন শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী হিসেবে পদক গ্রহণ করেন এ প্রজন্মের সুরেলা কণ্ঠের অধিকারী তরিক মৃধা। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, শিল্পী রেবেকা সুলতানা, এম এ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলম প্রমুখ। 

পুরসস্কার অর্জনের প্রতিক্রিয়ায় তরিক মৃধা বলেন —অ্যাওয়ার্ড পাওয়াকে উদ্দেশ্য করে কখনো গান গাইনি। তবে অ্যাওয়ার্ড পেলে যেটা হয়, তা হলো আমি যে সঠিক পথে আছি তার জানান দেয়। এমন স্বীকৃতি আরো ভাল কাজ করার অনুপ্রেরণা দেয়। সাহস বাড়িয়ে দেয়।

তিনি বলেন, সব ধরনের গান গাইতে ভাল লাগে। গান গাই মূলত নিজের মনের অনুভব প্রকাশ করতে। একেক ধরনের গানে একেক  অনুভূতি  থাকে। তাই নির্দিষ্ট কোন ধরনে আবদ্ধ না থেকে সব ধরণের গান গাই। এক্ষেত্রে আমি উপমহাদেশে বর্তমান সময়ের অরিজিৎ সিং এর কথা বলতে চাই। তাকে আমি অনেকটাই ফলো করি। সেজন্য ভাল ভাল সিনেমায় গান গাওয়াটাও আমার অন্যতম প্রধান স্বপ্ন। 

“মাটি এবং মা আমাকে সবচেয়ে বেশি টানে। তাইতো লোক গানটা হৃদয়ে সবচেয়ে বেশি আলোড়ন তোলে। লোকগান নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক পরিকল্পনা। সে অনুযায়ী কাজও শুরু করেছি। সংগীত পরিচালনার মাধ্যমে নিজস্বতা যাতে ফুটিয়ে তুলতে পারি তাই ‘আলেয়া রেকর্ডস’ গড়ে তুলেছি। নিয়মিত কাজ করছি” — যোগ করেন তরিক মৃধা

তিনি বর্তমানে সঙ্গীত পরিচালনার পাশাপাশি নাটক, সিনেমা, স্টেজ শো, টেলিভিশন লাইভ প্রোগ্রামে নিয়মিতমুখ। 
তার প্রফেশনালি সঙ্গীত শুরু চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭ থেকে। প্রথম গানের হাতে খড়ি বড় বোন খালেদা খানমের কাছে। 

প্রসঙ্গত, এদিন ১৯ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। আজীবন সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা। 

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
কারাগারে গলায় ফাঁস দিলেন সেই অস্ত্রধারী সুজন, মৃত ঘোষণা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft