বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লা সিবগা বলেছেন, ‘বাংলাদেশ নিয়ে এখনো অনেক ষড়যন্ত্র চলে। আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, কিন্তু আমাদের ওপর দাদাগিরি করতে আসবেন না। এই তরুণ সমাজ মেনে নিবে না।
বাংলাদেশের তরুণ সমাজ এদেশকে সঠিক পথে নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘ধর্ম এবং বিজ্ঞান আলাদা কোনো বিষয় নয়। বর্তমানে বিজ্ঞানের সাথে ধর্মের একটা পার্থক্য তৈরি করা হয়েছে। মুসলমানরা যতদিন ইসলামের সাথে ছিল ততোদিন তারা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছে।’
বুধবার (২১ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব-২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির নেতা বলেন, ‘আমাদের দেশে মেধার মূল্যায়ন হচ্ছিল না। আমরা চাই সৃজনশীলদের সুযোগ দেওয়া হোক, মেধার ভিত্তিতে আমাদের সমাজ গড়ে উঠুক। বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক দিক থেকে পিছিয়ে। আজকের বিজ্ঞান মেলায় আরও অনেক শিক্ষার্থী থাকার কথা ছিল। আমরা চাই আজকে যারা এখানে অংশ নিয়েছেন, আপনারা আপনাদের সৃজনশীলতা ধরে রাখবেন। জুলাই বিপ্লবের পর আমাদের অনেক প্রত্যাশা ছিল।’
তিনি বলেন, ‘আমরা আগস্টে তাঁবেদার স্বৈরাচার শাসককে পরাজিত করছি। কিন্তু আমরা জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে পারিনি।’
উল্লেখ্য, ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এবং ইবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু মুসা এবং কেন্দ্রীয় কলেজ ও ব্যবসায় শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
আজকালের খবর/ এমকে