প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:২৬ পিএম

গেল ঈদের জমজমাট উত্তেজনা বিরাজ করছে আসন্ন ঈদুল আজহা ঘিরেও। ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো আরেক সিনেমা ‘শিরোনাম’।
বুধবার সকালে ফার্স্ট লুক পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নতুন সিনেমার ঘোষণা দেন চিত্রনায়ক নিরব। ঘোষণার সঙ্গে জানান দেন, ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।
তবে সিনেমাটি সম্পর্কে এখনই কিছু জানাননি নিরব। কে থাকছেন তার নায়িকা কিংবা গল্পের প্রেক্ষাপট; সময় হলেই জানাবেন।
জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করছেন অনিক বিশ্বাস। ঈদে মুক্তির লক্ষ্যে এখন পুরোদমে চলছে শুটিং।
নিরব বলেন, ‘একদমই নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে ঈদে সবার সঙ্গে দেখা হচ্ছে। যেরকম গল্প দর্শক পর্দায় দেখতে চায় এই সিনেমাটি ঠিক তেমন কিছু নিয়েই। আপাতত এর বেশি কিছু বলছি না। বাকি চমকগুলো শিগগিরই জানানো হবে টিম থেকে।’
‘শিরোনাম’ এর মধ্য দিয়ে অনেক দিন পর আবারও প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমি। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী।
এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে নিরবের আরেক সিনেমা ‘গোলাপ’। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন পরীমণি।
আজকালের খবর/আতে