প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:২৬ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘নজরুল সাম্যের সুর অনন্ত কালে চেতনায় উজ্জীবিত করে গেছেন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা, দরিদ্রের কথা ও চেতনার কথা বলেছেন। তিনি জাগিয়ে তুলেছেন আমাদেরকে। নজরুল আমাদের চেতনার ধ্বনি। আমরা গানে বলি- আমার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। এই জন্যই আমাদের চেতনা হলো মানবতা ও বিবেকের চেতনা।’
আজ বুধবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নজরুল জয়ন্তী-২০২৫ উপলক্ষে বাংলা বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সেমিনারে মূখ্য আলোচক ছিলেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আবদুল হাই শিকদার।
উপাচার্য বলেন, ‘মানুষ মানুষের জন্য, মানুষের মুক্তি, শৃঙ্খল থেকে বেরিয়ে আসার পথ, বিদ্রোহী গান ও কবিতার রস সবই তার লেখনীর মধ্যে ফুটিয়ে উঠেছে। নজরুলকে আমরা প্রাসঙ্গিক হিসেবে খুঁজে পেয়েছি। শোষিত সমাজের মুক্তির জন্যে নজরুলের লেখা পদধ্বনিত হয়েছে। সাম্যের কবিতার মাধ্যমে তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতে বলেছেন। নজরুল সাম্যের সুর অনন্ত কালে চেতনায় উজ্জীবিত করে গেছেন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা, দরিদ্রের কথা ও চেতনার কথা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘বাঙালির যে হাজার বছরের যে পরাধীনতা সেখান থেকে মুক্তির কথা বলেছেন বহু কবি, সাহিত্যিক। সাম্যের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম ছিলেন তাদের অগ্রগন্য। ঘুম ভাঙ্গার গান তিনিই প্রথম শুনিয়েছিলেন। জুলাই ২৪’শও ছিল নজরুল দ্বারা উদ্দীপিত।’
সেমিনারে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রাশিদুজ্জামান।
আজকালের খবর/ওআর