কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহারিয়ার হিমেলকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষারত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে থানায় সোপর্দ করা হয়।
আটক শাহরিয়ার হিমেল নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। হিমেল আন্দোলনের সময় ফেসবুকে বিভিন্ন সময় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘তাকে শিক্ষার্থীরা থানায় দিয়েছেন। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জেনেছি। নিষিদ্ধ সংগঠনের আদলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান বলেন, ‘পরীক্ষা দিতে আসলে তাকে ধরে আমারে অবহিত করলে আমি উদ্ধার করে থানায় দিয়ে আসি। সরাসরি পোস্টেড নেতা যেহেতু বাকিটা থানা ব্যবস্থা নিবে।’
আজকালের খবর/ এমকে