প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৭:৪১ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ইউরোপীয় ইউনিয়ন অর্থায়িত MAGENDA (MAintain GENDer Equality in Academia) প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার একটি আঞ্চলিক অনলাইন কর্মশালার আয়োজন করে। "লিঙ্গ সংবেদনশীলতার জন্য পাঠ্যক্রম ও শিক্ষাবিদ্যা" শীর্ষক এই কর্মশালাটি সকাল ১১টা থেকে দুপুর ১টা (NPT) পর্যন্ত জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নেপালের পোখরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ড. দীপমালা শ্রেষ্ঠা। তিনি বলেন, “লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক বিষয়বস্তু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলেও শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার অভাব বিদ্যমান, যা অগ্রগতিকে ব্যাহত করছে।” তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল বাজেটিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন পোখরা বিশ্ববিদ্যালয়ের MAGENDA প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. নমরাজ ধামি। তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক নেতৃত্বে লিঙ্গ অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে শিক্ষাব্যবস্থার সংস্কার জরুরি।” কর্মশালার সঞ্চালনা করেন অধ্যাপক ঋষিকেশ পান্ডে, যিনি আলোচনার সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশের শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল তার বক্তব্যে লিঙ্গ সমতা পরিকল্পনা (GEPs) বাস্তবায়নে দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালার সমাপনী বক্তব্যে বাউবি’র MAGENDA প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. সাবিনা বলেন, “বাংলাদেশ ও নেপালের অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর অভিজ্ঞতা এশিয়া অঞ্চলে টেকসই লিঙ্গ সমতা পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ও MAGENDA প্রকল্পের গবেষক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। বাউবি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম MAGENDA প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কর্মশালার সার্বিক সফলতা কামনা করেন।
এই কর্মশালাটি এশিয়া-ইউরোপের অংশীদারিত্বের মাধ্যমে উচ্চশিক্ষায় লিঙ্গ সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে MAGENDA প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত।