প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৪:৫৬ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৫ সালের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যেসব ভর্তিচ্ছু আবেদনকারীর জেএসসি, জেডিসি, অষ্টম শ্রেণি বা সমমানের শিক্ষা সনদ নেই, তাদের জন্য ২৬ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল সোমবার (১৯ মে) প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষায় সারাদেশের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে মোট ৫,০১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩,৯১৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট অংশগ্রহণকারীর প্রায় ৭৮ শতাংশ। উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২০ মে থেকে শুরু হয়ে চলবে এবছরের ২ জুন তারিখ পর্যন্ত।
ফলাফল প্রকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মহা. আমিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা, ভর্তি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।
এদিকে, যেসব শিক্ষার্থীর জেএসসি, জেডিসি, অষ্টম শ্রেণি বা স্বীকৃত সমমানের শিক্ষা সনদ রয়েছে, তাদের জন্যও ভর্তির আবেদন গ্রহণের সময়সীমা পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন থেকে তারাও এবছরের ২০ মে থেকে ০২ জুন সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ কার্যক্রমের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে শিক্ষা বিস্তারের সুযোগ তৈরি হবে এবং দেশের শিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব ফেলবে।
আজকালের খবর/বিএস