সোমবার ১৬ জুন ২০২৫
বাউবির এসএসসি ভর্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ: উত্তীর্ণ ৩,৯১৭ জন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৪:৫৬ পিএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৫ সালের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যেসব ভর্তিচ্ছু আবেদনকারীর জেএসসি, জেডিসি, অষ্টম শ্রেণি বা সমমানের শিক্ষা সনদ নেই, তাদের জন্য ২৬ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল সোমবার (১৯ মে)  প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষায় সারাদেশের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে মোট ৫,০১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩,৯১৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট অংশগ্রহণকারীর প্রায় ৭৮ শতাংশ। উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২০ মে থেকে শুরু হয়ে চলবে এবছরের ২ জুন তারিখ পর্যন্ত।

ফলাফল প্রকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মহা. আমিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা, ভর্তি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

এদিকে, যেসব শিক্ষার্থীর জেএসসি, জেডিসি, অষ্টম শ্রেণি বা স্বীকৃত সমমানের শিক্ষা সনদ রয়েছে, তাদের জন্যও ভর্তির আবেদন গ্রহণের সময়সীমা পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন থেকে তারাও  এবছরের ২০ মে থেকে ০২ জুন  সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ কার্যক্রমের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে শিক্ষা বিস্তারের সুযোগ তৈরি হবে এবং দেশের শিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব ফেলবে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft