সোমবার ১৬ জুন ২০২৫
২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৬:৪৪ পিএম
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুই লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। যা আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম।

রবিবার (১৮ মে) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা।

অনুমোদিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৪৪ হাজার কোটি খরচের লক্ষ্য ধরা হয়েছে। বৈদেশিক সহায়তা থেকে খরচের লক্ষ্য ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা। তবে সংস্থার নিজস্ব অর্থায়ন আট হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা।

নতুন অর্থবছরে পাঁচ খাতেই যাচ্ছে মোট বরাদ্দের ৬৯ দশমিক ৯৩ শতাংশ। মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। আর সর্বনিম্ন বরাদ্দ পাচ্ছে সংসদ বিষয়ক সচিবালয়।

পরিকল্পনা কমিশন জানায়, চলতি অর্থবছরের (২০২৪-২৫) এডিপি বরাদ্দ ছিল দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। তা কমিয়ে নতুন বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। আগের চেয়ে নতুন এডিপি ১৩ দশমিক ২০ শতাংশ কম।

পরিবহণ ও যোগাযোগ খাতে আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৮ হাজার ৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা, যা মোট বরাদ্দের ২৫ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ টাকা, বা ১৪ দশমিক ৮ শতাংশ। শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১২ দশমিক ৪২ শতাংশ। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে ২২ হাজার ৭৭৬ কোটি ৪০ লাখ টাকা, বা ৯ দশমিক ৯০ শতাংশ এবং স্বাস্থ্যে দেওয়া হয়েছে ১৮ হাজার ১৪৮ কোটি ১৪ লাখ টাকা, যা মোট এডিপির ৭ দশমিক ৮৯ শতাংশ। এ পাঁচ খাতেই বরাদ্দ গেছে এডিপির ৬৯ দশমিক ৯৩ শতাংশ।

সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া ১০ বিভাগ

আগামী অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিভাগ বরাদ্দ পেছে ৩৬ হাজার ৯৮ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ ৩২ হাজার ৩২৯ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। বিদ্যুৎ বিভাগ পেয়েছে ২০ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৩ হাজার ৬২৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ হাজার ১৫৪ কোটি ৫৩ লাখ, স্বাস্থ্য সেবা বিভাগ ১১ হাজার ৬১৭ কোটি ১৭ লাখ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১ হাজার ৩৯৮ কোটি ১৬ লাখ, নৌ পরিবহণ মন্ত্রণালয় ৯ হাজার ৩৮৭ কোটি ৬২ লাখ, পানি সম্পদ মন্ত্রণালয় আট হাজার ৪৮৯ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। রেলপথ মন্ত্রণালয় বরাদ্দ পাচ্ছে সাত হাজার ৭১৪ কোটি ৯৯ লাখ টাকা।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft