সোমবার ১৬ জুন ২০২৫
গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএনপির দুঃখ প্রকাশ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৩৬ পিএম
গাজীপুরের কাপাসিয়ায় সংঘটিত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। যমুনা টেলিভিশনের চিত্র সাংবাদিক রকি হোসেনসহ একাধিক গণমাধ্যমকর্মী ওই হামলার শিকার হন। আহত সাংবাদিক বর্তমানে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১৮ মে) দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ‌‘সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও অনভিপ্রেত। বিএনপির হাইকমান্ড এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।’

তিনি আরও বলেন, ‘যে বা যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, দল তার দায়িত্ব নেবে না। ব্যক্তির অপরাধের দায় কখনোই রাজনৈতিক দল নেবে না। বিএনপি সব সময় সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।’

বাবুল বলেন, ‘ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক—এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের কাছ থেকে ঘটনার প্রকৃত তথ্য নিয়ে দলীয়ভাবে আমরা ব্যবস্থা নেব। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করতে আপনাদের সহযোগিতা চাই।’

গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন। মতবিনিময়কালে সাংবাদিক নেতারা বলেন, ‘একজন সাংবাদিক যখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন, তখন সেটি কেবল তার ওপর নয়, গোটা সংবাদমাধ্যমের ওপর আঘাত।’

বক্তারা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বারবার ঘটলেও অনেক সময় বিচার হয়নি। এতে সন্ত্রাসীরা উৎসাহিত হয়। এবার আমরা কঠোর অবস্থানে যেতে চাই।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন, মজিবুর রহমান, আমিনুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, যুগ্ম সম্পাদক হাসমত আলীসহ অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft