সোমবার ১৬ জুন ২০২৫
রাতে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে থাকছেন যারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১০:৪৭ এএম
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে শতভাগ জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই নিজেদের অপরাজিত রাখতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস।

যেখানে পাওয়ার প্লের দায়িত্ব নিজেই কাঁধে নিবেন লিটন। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম। আগের সিরিজগুলোতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। ওয়ান ডাউনে নিশ্চিতভাবেই দেখা যাবে নাজমুল হোসেন শান্ত।

ব্যাটিং অর্ডারের চতুর্থ পজিশনে অটোচয়েজ তাওহীদ হৃদয়। নিজের দিনে ম্যাচে অসম্ভব অনেক কিছুই করার ক্ষমতা রয়েছে এই তরুণ ব্যাটার। পাঁচে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারি। এরপর ফিনিংশের রোলে থাকেন তরুণ জাকের আলী অনিক।

স্পিন বিভাগকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক মাহেদী হাসান। তার সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। কিন্তু দুই পেসার নিয়ে খেললে একাদশে দেখা যেতে পারে তানভীর ইসলামকে। 

আর পেস বিভাগে দলকে নেতৃত্ব দিবেন মোস্তাফিজুর রহমান। এই ম্যাচ খেলেই আইপিএলের জন্য ভারতে উড়াল দিবেন তিনি। দ্বিতীয় পেসার হিসেবে তানজিম সাকিবের জায়গাটা অনেকটাই নিশ্চিত। তবে তৃতীয় পেসার হিসেবে কে থাকবে নাহিদ রানা নাকি হাসান মাহমুদ তা নিয়ে চিন্তা করতে হবে ম্যানেজমেন্টকে। তবে নাহিদই বেশি এগিয়ে রয়েছে। কারণ, পিএসএলে সাদা বলে অনুশীলনের সুযোগ পেয়েছেন তিনি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft