সোমবার ১৬ জুন ২০২৫
দিল্লির ক্যাম্পে ফিরছেন না স্টার্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২:৩৯ পিএম
স্থগিত হওয়া আইপিএল ১৭ মে থেকে শুরু হচ্ছে। তবে বিদেশি তারকা ক্রিকেটারদের অনেকে ফ্র্যাঞ্জাইজি এই টুর্নামেন্টে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্ক তেমনই একজন। 

তিনি দিল্লির ক্যাম্পে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলকে সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন। ১১ ম্যাচে দিল্লির হয়ে সর্বাধিক ১৪ উইকেট নিয়েছেন গত মৌসুমে কেকেআরে খেলা এই পেসার। ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। ওই কারণ দেখিয়ে মূলত তিনি আইপিএলের বাকি অংশে যোগ দিচ্ছেন না। 

তবে নিরাপত্তা শঙ্কার বিষয়ও যে আছে তা বোঝা যায় ফ্রেশার ম্যাকগার্গের আইপিএল খেলতে না আসার সিদ্ধান্তে। তার জায়গায় দিল্লি মুস্তাফিজকে দলে নিয়েছে। তবে বিসিবির কাছে দিল্লি তিন ম্যাচের জন্য ছাড়পত্র চাইলেও তা পাওয়া নিয়ে শঙ্কা আছে। 

স্টার্ক, ম্যাকগার্গ আইপিএলের বাকি অংশে না আসলেও  অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স যোগ দিচ্ছেন। আসছেন টেস্ট দলের অন্যতম সদস্য ট্রাভিস হেডও। তারা সানরাইজার্স হায়দরাবাদে খেলবে। যদিও হায়দরাবাদের প্লে অফের আশা শেষ।

যোগ দিচ্ছেন মিশেল মার্শ, জস ইংলিশও। তবে ফ্যাফ ডু প্লেসির অংশগ্রহণ নিয়ে এখনো পরিষ্কার বার্তা পায়নি তার ফ্র্যাঞ্জাইজি। আবার দক্ষিণ আফ্রিকার ত্রিস্টান স্টাবস আইপিএলে আসলেও বেশি ক’জন প্রোটিয়া ক্রিকেটার টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে না আসার সিদ্ধান্ত নিয়েছেন।    

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। ধর্মশালায় বিদ্যুৎ বিভ্রাটের কথা বলে একটি ম্যাচ পরিত্যক্ত করা হয়। পাকিস্তান পাল্টা হিসেবে ভারতের জম্মু-কাশ্মীরে হামলা করে। যেখান থেকে ধর্মশালা দূরে নয়। একারণেই স্থগিত হয় আইপিএল। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন ফুডকোর্টে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় স্থগিত হয় পিএসএলও। যা ১৭ মে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।    

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft