শনিবার ২১ জুন ২০২৫
চবি সমাবর্তনে শহিদ ওয়াসিমের ছবি না থাকায় ইবি ছাত্রদলের ক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১১:৫৪ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ব্যানার-ফেস্টুনে অন্যান্য জুলাই শহিদদের ছবি থাকলেও শহিদ ওয়াসিমের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। 

গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে ব্যানার ফেস্টুনে অন্যান্য জুলাই শহিদদের ছবি থাকলেও আমার ভাই ওয়াসিমের ছবি স্থান পাননি। বারবার বৈষম্যের পরিচয় দিয়ে যাচ্ছে।  আগস্ট পরবর্তী সময়ে আমরা এ দেশের পরিবর্তন চেয়েছিলাম কিন্তু জুলাই মাস থেকে একটি বটচক্র, নামে-বেনামে ফেসবুক আইডি খুলে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। ওরাই ছাত্রলীগের ভিতরে ছিল। এরা সাদ্দামের কাছ থেকে দোয়া দরুদ নিয়ে আন্দোলনে আসতো। যদি দেশ পরিবর্তন না হতো তাহলে তারা সাদ্দামের কাছে ফিরে যেত, ক্ষমা চেয়ে নিত যে ভাই আমরা ভুল করে আন্দোলনে গিয়েছিলাম। ৫ আগস্টে হাসিনা পলানোর পর নিজেদের হ্যাডাম দেখাচ্ছে। নিজেকে বীর উত্তম মনে করছে।"

তিনি আরও বলেন, "সাম্য হত্যার বিচার না করলে আমরা এই সরকারের পদত্যাগ দাবি করবো। ইসলামী বিশ্ববিদ্যালয়-সহ সকল ক্যাম্পাসে আমরা নিরাপত্তা চাই এবং শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে চলতে পারে সেই ব্যবস্থাও চাই।"

এসময় ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আহবায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম। সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন, নুর উদ্দিন, সাক্ষর, উল্লাস হোসেন, রোকোনুজ্জামান, আলামিন, রিফাত, তৌহিদুল প্রমুখ।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন তথ্য আপারা: উপদেষ্টা শারমিন
খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক
অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না?
তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন: খসরু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৫ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল
টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
টেকনাফে মাছ শিকার শেষে ফেরার পথে দু’টি নৌকার সংঘর্ষে নিহত ১
ফেনীতে দু’টি নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft