সোমবার ১৬ জুন ২০২৫
চীন সব সময় বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:৪৩ পিএম
৫০ বছর ধরে বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট রয়েছে। এখনো বাংলাদেশের পাশে আছে দেশটি। এমনকি রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন।

এদিন উখিয়া ও টেকনাফে আশ্রিত পাঁচ হাজার রোহিঙ্গার জন্য উপহার সামগ্রী পাঠায় চীন সরকার। এসব উপহার রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- সেলাই মেশিন, চেয়ার, লুঙ্গি, পাঞ্জাবি, স্যান্ডেল, থামি, থ্রি-পিস ও ওড়নাসহ নানা ধরনের পোশাক। ৫০০ পুরুষ, ৫০০ নারী এবং চার হাজার শিশু এসব উপহার পাবেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমানের কাছে উপহার হস্তান্তর করছেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন

লিউ ইউয়িন বলেন, চীন এখনো বাংলাদেশের সঙ্গে। এমনকি মানবিক সহায়তাকারী সংস্থা ও অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা করতেও প্রস্তুত চীন। এছাড়া রোহিঙ্গা জনগণের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা দিতে ও তাদের প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।

তিনি বলেন, ৫০ বছর ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্ব অটুট রয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট যেভাবেই বদলাক না কেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের সম্পর্ক সব সময়ই স্থিতিশীল ছিল। দুই দেশ সব সময় রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করেছে।

লিউ ইউয়িন আরও বলেন, উপস্থিত ও অনুপস্থিত যারা এই প্রকল্পে কঠোর পরিশ্রম করছেন, আন্তরিক ধন্যবাদ জানাই তাদের সবাইকে। আপনাদের এই নিষ্ঠা সত্যিকারের মানবতাবাদ ও নিঃস্বার্থ চেতনার প্রতিফলন।

উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের কক্সবাজার অঞ্চলের পরিচালক আকরাম আলী খান, প্রোগ্রাম ম্যানেজার কেরামত আলী ও চীন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft