সোমবার ১৬ জুন ২০২৫
মানবিক করিডোর নিয়ে সবাই অন্ধকারে, অভিযোগ বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:৩৭ পিএম
মানবিক করিডোর নিয়ে গেলো কয়েক দিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিএনপির অভিযোগ, এ ব্যাপারে রাজনৈতিক দল, সিভিল সোসাইটির কেউ কিছুই জানেনা। মানবিক করিডোর নিয়ে সবাই অন্ধকারে।

মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ-সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, মানবিক করিডোরের নামে দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ করা হচ্ছে। 

তিনি বলেন, মানবিক করিডোরের অর্থটা কী? এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা নিজেরা কথা বলে যাচ্ছে। অথচ বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এ ব্যাপারে জানেনা, সিভিল সোসাইটির কেউ এ ব্যাপারে জানেনা। 

এসময় তিনি প্রশ্ন রাখেন, এটা কার এজেন্ডা? এর পেছনে কে? বাংলাদেশেকে কী আমরা একটি গাজায় পরিণত করতে চাই? বাংলাদেশকে কী আমরা আরেকটি যুদ্ধক্ষেত্রে ঠেলে দিয়ে যেতে চাচ্ছি? করিডোর কী স্বার্থে, কার স্বার্থে- এই প্রশ্নগুলো চলে আসছে। কারা এর পেছনে কাজ করছে, এই লোকগুলো কারা?

একই স্থানে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মানবিক করিডোর নিয়ে সরকার দ্বিমুখী কথা বলছে। এনিয়ে অন্ধকারে আছে দেশের জনগণ। 

তিনি বলেন, কী ধরণের করিডোর হবে, এর লক্ষ্য কী? আমরা কী নতুন কোনো যুদ্ধে জড়িয়ে যাচ্ছি? এসব ক্ষেত্রে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলো সঙ্গে বসে আলোচনা করা। কিন্তু দেখি যে, পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন। কেউ বলেন, চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্ত প্রকাশ করা যাবে না।

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে পূর্ব কাশ্মীর বানানোর ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ভারত যেভাবে হাসিনাকে রক্ষা করছে.. এই উপমহাদেশের পশ্চিম দিকে একটা কাশ্মীর আছে, আর পূর্ব দিকে আরেকটি কাশ্মীর সৃষ্টির চেষ্টা করছে ভারত।

বিএনপি নেতারা জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দরকার নির্বাচিত সরকার।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft